উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদী সদর টেলিফোন এক্সচেঞ্জের ০৭ (সাত) ডিজিটের টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগার)ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে,পুরাতন নম্বর 946xxxx ,নতুন নম্বর 0222445xxxx ,প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস